মতবিরোধ ভুলে মানুষের কল্যাণে কাজ করতে হবে, জন্মাষ্টমী পরিষদের কার্যকরী সভাপতি আয়ান শর্মা

কক্সবাজারের জন্মাষ্টমী পরিষদ ও সনাতনী নেতাদের সঙ্গে মতবিনিময়

চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আয়ান শর্মা বলেছেন, ‘ধর্মের কল্যাণে মানুষ নয়। ধর্ম মানুষের কল্যাণেই। এটাকে মনেপ্রাণে ধারণ করে, সবধরনের মতবিরোধ কিংবা মতানৈক্য ভুলে, একই প্লাটফর্ম থেকে মানুষের কল্যাণে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

মতবিরোধ ভুলে মানুষের কল্যাণে কাজ করতে হবে, জন্মাষ্টমী পরিষদের কার্যকরী সভাপতি আয়ান শর্মা 1

আয়ান শর্মা বলেন, ‘সনাতনী সমাজের অনেকেরই মনে, ধর্মীয় সংগঠনের অতীত কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে চাপা ক্ষোভ ছিল। এটা থাকতেই পারে, দোষের কিছুই না। কারণ সনাতনীদের সারল্য ও বিশ্বাসকে পুঁজি করে, সিন্ডিকেটের প্রাচীর বানিয়ে, ধর্মীয় সংগঠনগুলোতে অনেকেই নিজেদের দখলদারিত্বে রাজত্ব কায়েম করেছিল৷ এটাই বড় দুর্ভাগ্য সনাতনী সমাজের।’

কক্সবাজার জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দ ও সনাতনী সমাজের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন তিনি।

১৫ জুন, সকালে কক্সবাজারে হোটেল রামাদায় গণমাধ্যম ব্যক্তিত্ব আয়ান শর্মার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কক্সবাজারের সনাতনী নেতারা।

এসময় আয়ান শর্মা আরও বলেন, বিগত সময় সনাতনীদের সংগঠনগুলো দখলদারিত্বের চর্চাকে অনুসরণ করছে।  সামনে আমাদের জন্য বড়ই অশনিসংকেত। এসব চর্চা থেকে এখনই বেরিয়ে যোগ্য নেতৃত্ব, সনাতনী সমাজের যোগ্য লোকের হাতে তুলে দিতে, সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি— উদয় শংকর পাল মিঠু, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য—সাংবাদিক বলরাম দাশ অনুপম, কক্সবাজার জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি— সাংবাদিক দীপক শর্মা দীপু, সাধারণ সম্পাদক দোলন ধর, অর্থ সম্পাদক জয় পাল, চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার প্রণয় দাশ সানি, সংগঠক অরুপ শর্মা, অসীম ধর, রাজীব পাল, রনি ধরসহ আরও অনেকে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm