দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত আনোয়ারার প্রবাসীর মৃত্যু

ভাগ্য বদলের আশায় এক বছর আগে দুবাই পাড়ি দিয়েছিলেন মো, নুরুল আবছার রুবেল। নতুন একটি কোম্পানিতে চাকরিও হয়েছিল। কিন্তু কর্মক্ষেত্রে যোগদানের আগের দিন রাতেই দুর্ঘটনার শিকার হন তিনি। এরপর হাসপাতালে এক সপ্তাহ মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানেন।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত ২টার সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুবেল।

রুবেল (২৯) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাকিরপাড়ার নুর মোহাম্মদের ছেলে। তিনি নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া রহ. স্মৃতি সংসদের প্রবাসী সদস্য।

নিহতের স্বজনরা জানান, চার ভাই এক বোনের মধ্যে রুবেল সবার বড়। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের আশায় দুবাই পাড়ি জমান। একটি রেস্টুরেন্টের কাজ করতেন; কিছুদিন আগে একটি নতুন চাকরিও হয়েছিল অন্য একটি কোম্পানিতে। কিন্তু গত ৭ জুন বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন রুবেল। ৬ দিন আইসিইউতে ছিলেন।

সর্বশেষ শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টার সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহতের ফুফাতো ভাই আলী আজম বলেন, ‘একটি কোম্পানিতে চাকরি করত সে; সেটা ছেড়ে একটি নতুন চাকরিও নিয়েছিল বলে খুশিমনে আমাদের জানিয়েছে। নতুন চাকরিতে যোগদানের আগের দিন রাতে একটি মার্কেটের সামনে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতিতে আসা একটি গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে নেওয়া হয়। ৬ দিনপর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm