সীতাকুণ্ডের সহস্রধারা ঝর্ণায় ঘুরতে এসে তরুণ পর্যটকের মৃত্যু

চট্টগ্রাম সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় সহস্রধারা ঝর্ণায় ভ্রমণে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

নিহত পর্যটকের নাম তাহসিন আনোয়ার (১৭)। সে জীবন বীমা কর্পোরেশনের জিএম লুৎফুর নাহার ও কেইপিজেডের প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার কবিরের একমাত্র ছেলে।

তাসিন চট্টগ্রামের ডিওএইচএসে পরিবারের সঙ্গে থাকতো। তাদের বসতবাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর থানার পাঁচপাড়া চন্দ্রগঞ্জ এলাকায়।

শনিবার (১৪ জুন) বিকাল ৪টার দিকে বারৈয়ারঢালা ইউনিয়নের সহস্রধারা ঝর্ণায় এই ঘটনা ঘটে।

তাহসিনের সঙ্গে আরও ছয় বন্ধু—নাফিস, কফিল, ফাহিম, সুমিত, ইবরার ও আহাদ ভ্রমণে এসেছিল। তারা সবাই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছাত্র।
ঝর্ণায় ঘুরতে এসে বন্ধুকে হারিয়ে অঝরে কাঁদতে থাকেন বন্ধুরা। কাঁদতে কাঁদতে বলেন, কিভাবে তার মা-বাবাকে সান্ত্বনা দেবো।

তাহসিনের বন্ধু ফাহিম বলেন, তারা সাত বন্ধু মিলে সহস্রধারা ঝর্ণায় ভ্রমণ আসেন। বিকাল ৩টার দিকে যখন তারা সহস্রধারা ঝর্ণায় ঘুরে লেকে আসে তখন তাদের পায়ে ছিল কাদা-মাটি। এসময় তাসিন লেকের কিনারায় পা ধুতে গিয়ে অসাবধানতাবশত লেকে পড়ে যায়। সাঁতার না জানার কারণে দ্রুত নিচের দিকে তলিয়ে যায় সে।

পরে স্থানীয়রা উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তাৎক্ষণিক যদি সহযোগিতা পেতাম তাহলে বন্ধুকে বাঁচানোর সম্ভবত হতো।

এদিকে রাত ৮টার দিকে ঘটনাস্থলে আসেন তার মা ও বাবা। এ সময় একমাত্র ছেলেকে হারিয়ে অঝোরে কাঁদতে থাকেন তারা। তাদের কান্নায় ভারী হয়ে উঠে পুরো এলাকা।

জানা গেছে, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে তাহসিন ও তার বন্ধুরা। তারা ঝর্নায় ঘুরে আসার পরে পায়ে কাদা-মাটি থাকার কারণে পরিস্কার করার জন্য লেকের কিনারায় যায়। এই সময় সে অসাবধানতাবশত লেকে পড়ে যায়।

সীতাকুন্ড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা শচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, খবর পেয়ে বিকেল সাড়ে ৪টা দিকে ঘটনা স্থলে গিয়ে প্রায় লেকের ৩০ ফিট গভীর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, তাহসিনের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই মৃত্যুর পেছনে সহস্রধারা ঝর্ণার কর্মকর্তা বা কর্মচারীদের কোনো গাফেলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঝর্ণা থেকে মরদেহ উদ্ধার তথ্য নিশ্চিত করেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm