s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

সাগরে ছুঁড়ে ফেলা ৮ লাখ ইয়াবার চালান জব্দ হল সেন্টমার্টিনে

0

কক্সবাজার জেলার সেন্টমার্টিনের সমুদ্র এলাকা থেকে সাত লাখ ৮০ হাজার পিসের একটি বড় ইয়াবার চালান জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (১২ নভেম্বর) সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ওই ইয়াবার চালানটি জব্দ করা হয়।

শনিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে- এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়। নৌকাটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা নৌকাটি ধাওয়া করে আটক করে। এসময় ইয়াবা পাচারকারীদল চারটি বাদামি রঙের প্লাস্টিকের বস্তা নৌকা থেকে সমুদ্রে ফেলে দিয়ে মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।’

লে. খন্দকার মুনিফ তকি জানান, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো থেকে সাত লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

এআরটি/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm