সাতকানিয়ায় মৌলভীপাড়া সমাজ উন্নয়ন পরিষদের নতুন কমিটি

চট্টগ্রামের সাতকানিয়াভিত্তিক সামাজিক সংগঠন মৌলভীপাড়া সমাজ উন্নয়ন পরিষদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) ২০২৫-২৭ মেয়াদের জন্য গঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন এইচএম বেলাল ও সাধারণ সম্পাদক মো. ফয়সল।

সাতকানিয়া উপজেলা সদর ইউনিয়নের বারদোনা গ্রামে সমাজ সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে ২০১২ সালে যাত্রা শুরু করে মৌলভীপাড়া সমাজ উন্নয়ন পরিষদ।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জুয়েল ও যুগ্ম সম্পাদক হয়েছেন মো. তৌহিদ উদ্দীন। সংগঠনের সাধারণ সদস্যদের মধ্য থেকে তাদের সার্বিক কার্যক্রম ও যোগ্যতার ভিত্তিতে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম জুয়েল।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে বারদোনা গ্রামে শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন, দরিদ্র মানুষের সহায়তা, রমজানে ইফতার ও ঈদ উপহার বিতরণ, খেলাধুলার আয়োজন, যুব উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠনসহ যেকোন জরুরি প্রয়োজনে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছে এ সংগঠন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm