চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে আবু তালেব নামের এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অপর এক যুবক।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টায় সদরের আনোয়ারা থানার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব (৫৫) চন্দনাইশ উপজেলার কেশুয়া এলাকার মৃত আলী বক্সুর প্রথম ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে থানার সামনে চট্টগ্রাম শহরমুখী পণ্যবাহী ১টি ট্রাক সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সিএনজিতে থাকা দুজন গুরুতর আহত হন। এসময় তাদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তালেবের মৃত্যু হয়।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দু’জনকে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।
এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সকালে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি পণ্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এসময় সংঘর্ষে ১জন নিহতের খবর পাওয়া গেছে। এঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।
ডিজে