s alam cement
আক্রান্ত
৪৮৮৮৭
সুস্থ
৩৫৮৯৭
মৃত্যু
৪৯৭

সীতাকুণ্ডে এম এম শিপ ইয়ার্ডে আগুনে পুড়লো ২ শ্রমিক

0

গ্যাস দিয়ে পুরাতন জাহাজের লোহার পাইপ কাটার সময় চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকার সমুদ্র উপকুলে এমএম শিপ ইয়ার্ডে এক শ্রমিকসহ ২ জন অগ্নিদগ্ধ হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম শ্রমিকের নাম বেলাল (৪২) বলে জানা গেছে। তার বাড়ি গাইবান্ধা জেলায়। আহত অপর জনের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। গ্যাসের আগুনে আহত শ্রমিক বেলালের মুখমন্ডল ঝলসে গেছে। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে শিপ ইয়ার্ডটির মালিক মো. মহসীনকে ফোন করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে শ্রমিকদের অধিকার ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করা বেসরকারী সংস্থা ইপসা’র সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহীন দুর্ঘটনায় দুজন অগ্নিদগ্ধ হয়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানা ও স্থাপনা পরিদর্শন অধিদফতরের উপ-পরিদর্শক জেনারেল আবদুল্লাহ আল সাকিব বলেছেন, এম এম শিপ ইয়ার্ডে গ্যাস দিয়ে লোহার পাইপ কাটার সময় দুর্ঘটনায় দুজনের আহত হওয়ার খবর পেয়েছি। তবে তাদের আঘাত তেমন গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিদগ্ধ বেলালকে বিকেলে নগরীর পাহাড়তলী এলাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm