s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

মারামারি থামাতে এসে ছুরিকাঘাতে থেমে গেল যুবকের প্রাণ

0

জুয়েল আর ফোরকান নামের দুই ব্যক্তির মারামারির ঘটনা সমাধান করতে এসে চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যায় ছুরিকাঘাতে মোহাম্মদ মুরাদ (২৭) নামে এক ‍যুবককে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) রাত ১০ টার দিকে উপজেলার বোর্ড বাজার এলাকায় এ ঘটে। নিহত মুরাদ একই এলাকার আবদুর রহিম কসাইয়ের পুত্র।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘চরলক্ষ্যার বোর্ড বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের মারামারির ঘটনা ঘটে। এসময় ছুরির আঘাতে মোহাম্মদ মুরাদ নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।’

প্রদক্ষদশী স্থানীয় বোর্ড বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি কর্ণফুলী থানার ভিতরে ছিলাম একটি অভিযোগ করার জন্য। বাইরে এসে দেখি স্থানীয় সাইফুলের গ্যাসের দোকানের সামনে প্রচুর মানুষ। সেখানে স্থানীয় জুয়েল আর ফোরকান নামে দুই ব্যক্তির সাথে মারামারির ঘটনা ঘটে। মারামারির ঘটনায় স্থানীয় সাইফুল ও মুরাদ সমাধান করতে আসে। পরে মুরাদকে আহত অবস্থায় মাটিয়ে শুয়ে থাকতে দেখি। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেডিকেল নিয়ে যায় ‘

কর্ণফুলী থানার ওসি তদন্ত ফেরদৌস জাহান জানান, ‘জুয়েল আর ফোরকান নামে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাইফুল ও মুরাদ মিডিয়া হিসেবে সমাধান করতে আসে। পরে এক পর্যায়ে মুরাদকে ছুরির আঘাতের ঘটনা ঘটে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরির্দশক আলাউদ্দিন তালুকদার জানান, ‘কর্ণফুলী থেকে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে নিহত মোহাম্মদ মুরাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm