চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামে গলায় ফাঁস লাগানো আহমদুর রহমান (৮৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টায় এ লাশ উদ্ধার করা হয়। আহমদুর রহমান উপজেলার মিঠানালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রহমতাবাদ গ্রামের মিধন আলী হাজি বাড়ির মরহুম নুর আহমদের ছেলে। পারিবারিক জীবনে তিনি ২ ছেলে ৪ মেয়ে সন্তানের জনক।
মৃতের ভাগিনা রহিম ইবনে ছলিম জানান, তিনি অনেক আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার রাত থেকেই হঠাৎ করে উনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে বাড়ির পাশে আমগাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় মেম্বার মুসলিম উদ্দিনকে জানানো হয়।
ইউপি সদস্য মুসলিম উদ্দিন জানান, দীর্ঘদিন থেকে আহমেদুর রহমান মানসিক রোগী। সকালে বাড়ির পূর্ব দক্ষিন কোণে আম গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন আমাকে খবর দেয়। আমি পুলিশ এবং এলাকার চেয়ারম্যানকে ফোনে অবহিত করি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার সহকারি পরিদর্শক আবুল হাসেম জানান, আহমেদুর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার লাশ ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এসএ