সেই মিনুর বড় ছেলের খোঁজ মিলল নারায়ণগঞ্জের আশ্রয়কেন্দ্রে
নেশাদ্রব্য গাম সেবনের দায়ে গ্রেপ্তার হয় চট্টগ্রামের ফ্লাইওভার থেকে
অন্যের হয়ে টানা তিন বছর কারাভোগ করার পর মুক্তি এবং এরপরে হঠাৎ রহস্যজনক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া চট্টগ্রামের সেই আলোচিত মিনু আক্তারের বড় ছেলে ইয়াসিনও আচমকা নিখোঁজ হয়ে যায় প্রায় তিন মাস আগে থেকে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হওয়ার পর অবশেষে খোঁজ মিলল ইয়াসিনের।
জানা গেছে, নারায়ণগঞ্জের ভবঘুরে শিশু-কিশোরদের সরকারি আশ্রয়কেন্দ্রে আছে ১০ বছরের ইয়াসিন। ১৬ জুন মিনুর কারাগার থেকে মুক্তির আগে থেকেই নিখোঁজ ছিল এই ইয়াসিন।
ইয়াসিনের মা মিনু আক্তার গত ১৬ জুন কারামুক্ত হয়ে ২৮ জুন নগরীর বায়েজিদ লিংক রোডে এক রহস্যজনক দুর্ঘটনায় মারা যান। মিনুকে অজ্ঞাত লাশ হিসেবে দাফন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম।
এদিকে পুলিশের ভাষ্যে শেষপর্যন্ত জানা গেল, মিনুর বড় ছেলে ইয়াসিন নেশাদ্রব্য গাম সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়ে প্রথমে কারাগার ও পরে শিশু আশ্রয়কেন্দ্রে ঠাঁই পায়।
জানা গেছে, গত ৪ এপ্রিল বেলাল, ফয়সাল, ইয়াসিন এবং সাগর নামে চার ভাসমান পথশিশুকে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচ হতে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে সাইকেলের টিউবের ছিদ্র ভরাট করতে ব্যবহার করা গাম খেয়ে নেশা করার অপরাধে মামলা দায়ের হয়। পুলিশ পরদিন তাদের আদালতে সোপর্দ করলে আদালত গাজীপুরের পুবাইল সরকারি আশ্রয়কেন্দ্রে এই চার শিশুকে পাঠানোর আদেশ দেন।
তবে গাজীপুর আশ্রয়কেন্দ্র শুধুমাত্র নারীদের জন্য হওয়ায় সেখান থেকে চার শিশুকে ফেরত পাঠানো হয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে। কারাগার থেকে বিষয়টি আদালতকে জানালে ১২ এপ্রিল তাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভবঘুরে নারীশিশু-কিশোরীদের আশ্রয়কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়।
সোমবার (১২ জুলাই) বায়েজিদ থানার মাধ্যমে ইয়াসিনের সাথে তার মামা রুবেলের ভিডিও কলে কথা হয়। আবেগাপ্লুত ইয়াসিন তার মামা রুবেলকে চিনতে পারে।
সিপি