চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার আটটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়েজ উল্লাহ প্রকাশ ফয়েজ পালিয়ে ছিলেন গত ১০ বছর। অবশেষে তাকে রাউজান উপজেলার জলিল নগর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালের দিকে র্যাব-৭ ফয়েজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-৭ জানায়, দীর্ঘ ১০ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়েজ উল্লাহ প্রকাশ ফয়েজ রাউজান থানার জলিল নগর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।
আইএমই/এমএহক