২০ বছর পালিয়ে ছিলেন হত্যা মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি জসিম, ধরলো র‍্যাব

0

দুই ভাইকে চার মাসের ব্যবধানে একই কায়দায় খুন করে ২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি জসিম উদ্দিনের। চট্টগ্রামের লোহাগাড়ার ব্যবসায়ী জানে আলম হত্যা মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি তিনি। গ্রেপ্তার এড়াতেই ছদ্মবেশ ধারণ করে ২০ বছর ধরে ছিলেন আত্মগোপনে। এবার তাকে গ্রেপ্তার হতে হলো র‍্যাবের হাতে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে তাকে চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ২০০২ সালের ৩০ মার্চ জানে আলমকে হত্যা করা হয়েছিলো তার শিশু সন্তানের সামনেই। প্রথমে তাকে লাঠি সোটা, দেশীয় ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছিল। পরে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

এ ঘটনায় ওইদিনই চট্টগ্রামের লোহাগাড়া থানায় জানে আলমের বড় সন্তান তজবিরুল আলম বাদী হয়ে ২১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন৷ এই মামলা জসিম উদ্দিনও আসামী করা হয়। বিচার শেষে আদালত এই মামলায় তাদের মৃত্যুদন্ড দিয়েছিলো। জসিম উদ্দিন প্রায় ২০ ধরে পলাতক ছিলেন এই মামলায়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আবছার এ বিষয়ে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দুই ভাইকে হত্যা করে জসিম উদ্দিন ২০ বছর ধরে পলাতক ছিলেন। বিচার শেষে উচ্চ আদালতও তার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। এর আগে একই মামলা আসামী সৈয়দ আহমদকেও গ্রেফতার করা হয়েছিল।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm