চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর রুমকি সেন গুপ্তা ও প্রকৌশলী জ্যোতির্ময় ধরের যৌথ উদ্যোগে যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের সহযোগিতায় নগরীর চন্দনপুরা এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিন্যামুল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এই কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা নেন তিন শতাধিক মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর রুমকি সেন গুপ্তা, চন্দনপুরা ড্যাফোডিলস ক্লাবের সভাপতি আহসান হাবীব, চন্দনপুরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম এরশাদ জনি, সাংবাদিক আকাশ ইকবাল, সমাজকর্মী আব্দুল কাইয়ুমসহ যুব রেডক্রিসেন্টের সদস্যরা।
খুব ভালো কাজ।