বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য মাইলফলক। ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা, যার মাধ্যমে শহীদ জিয়া গভীর সংকটময় মুহূর্তে জাতিকে পথ দেখিয়ে ছিলেন।

শনিবার (৮ নভেম্বর) বিকালে হাটহাজারীর বড় দীঘির পাড় এলাকায় জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে চটগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) সংসদীয় আসনের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
মীর হেলাল বলেন, দীর্ঘদিন জোটের নামে হাটহাজারীর জনগণের ওপর গণবিচ্ছিন্ন ব্যক্তিকে চাপিয়ে দেওয়া হয়েছিল। হাটহাজারী-বায়েজিদের মানুষ এখন জোটের রাহুমুক্ত। বিএনপি আগামীদিনে সরকার গঠন করলে এক বছরের মধ্যেই হাটহাজারী-বায়েজিদ এলাকার উন্নয়ন দৃশ্যমান হবে। একটিও কাঁচা সড়ক থাকবে না, অক্সিজেন থেকে নাজিরহাট পর্যন্ত বাইপাস সড়ক, অন্যান্য স্থানে প্রয়োজনীয় ওভারপাস নির্মাণ করে যানজটমুক্ত নিরাপদ সড়ক করা হবে। নূতন নূতন কল-কারখানা ও ভোকেশনাল মহাবিদ্যালয়, স্বাস্থ্য মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। একজন শিক্ষিত বেকারও থাকবে না।
তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিন। আমি আপনাদেরকে একটি উন্নত, সমৃদ্ধ এলাকা উপহার দেবো।
বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন।
উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন ও পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান, নেসার উদ্দীন বুলু, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, মহানগর বিএনপি নেতা ফয়েজ আহমদ, ইয়াকুব চৌধুরী উপজেলা বিএনপি নেতা আইয়ুব খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, নাসরিন আক্তার, পারভীন চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান সদস্য সচিব নুরুল কবির, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির বিএনপি নেতা গাজী ইউসুফ, সদস্য সচিব শাহজাহান মন্জু জালালাবাদ ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মোহাম্মদ বেলাল, সদস্য সচিব আবদুল করিম ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মামুন আলম, সদস্য সচিব আবু জাফর খোকন, বিএনপি নেতা নিজাম উদ্দিন হাকিম, ঈসা শফী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান চৌধুরী, পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম।
পরে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে এক বিশাল র্যালি সমাবেশ স্থান থেকে মহাসড়ক ধরে আমানবাজার, বড় দীঘি মোড় হয়ে চৌধুরীহাট চত্বরে এসে মিলিত হয়।


