ঢাকাকে হারিয়ে টি-২০ লীগে দুরন্ত সূচনা চট্টগ্রামের মেয়েদের

সাভারের বিকেএসপি মাঠে শুরু হওয়া জাতীয় নারী টি–২০ ক্রিকেট লীগ ২০২৫–২৬ এর প্রথম দিনেই নাটকীয় লো-স্কোর ম্যাচে শক্তিশালী ঢাকা বিভাগকে হারিয়ে দুরন্ত সূচনা করল চট্টগ্রাম বিভাগ।

শনিবার (৮ নভেম্বর) মাত্র ৮১ রান তুলে ইনিংস শেষ হলেও বল হাতে নিখুঁত নিয়ন্ত্রণে ঢাকা বিভাগকে ২০ রানে থামিয়ে দেয় দলটি।

টসে জিতে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৮১ রান তোলে। তাজ নেহার সর্বোচ্চ ২১ রান করেন। একা মল্লিক যোগ করেন ১৪ রান এবং হাবিবা পিংকি করেন ১২ রান। ঢাকার বোলারদের মধ্যে জেরিন লাবণ্য নেন ২ উইকেট, নিশীতা ও খাদিজা নেন একটি করে উইকেট।

স্বল্প লক্ষ্যের জবাবে শুরুতেই চাপে পড়ে ঢাকা বিভাগ। তৃতীয় ওভারেই দুই উইকেট হারিয়ে বিপর্যয় দেখা দেয়। ওপেনার মুরশিদা ১৭ রান এবং মিডল অর্ডারে ফারজানা ১৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও চট্টগ্রামের বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি কেউ।

বাঁহাতি স্পিনার মেহেরুন্নেসা জয়া মাত্র ৩ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। অধিনায়ক ফাহিমা ৪ ওভারে ৭ রান দিয়ে নেন ২ উইকেট। বোলিং নৈপুণ্যের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন মেহেরুন্নেসা জয়া।

শেষ দিকে ঢাকার ব্যাটারদের চেষ্টা থাকলেও চট্টগ্রামের নিয়ন্ত্রিত বোলিং ও তীক্ষ্ণ ফিল্ডিংয়ের সামনে ম্যাচের মোড় আর ঘোরাতে পারেনি তারা।

ksrm