চট্টগ্রামের বোয়ালখালীতে অনুমোদন ও নিবন্ধন ছাড়াই চিকিৎসা দেওয়ায় ‘মরিয়ম নূর দাতব্য চিকিৎসা কেন্দ্র’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার অলি বেকারি সংলগ্ন এলাকায় রেসিডেন্স ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান।
জানা গেছে, অনুমোদন ও নিবন্ধন ছাাই প্রসূতিদের চিকিৎসাসেবা প্রদান, প্রেসক্রিপশনে ওষুধ লেখাসহ বিভিন্ন অপরাধে বোয়ালখালী রেসিডেন্স ভবনের দ্বিতীয় তলায় মরিয়ম নূর দাতব্য চিকিৎসা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় রোকেয়া বেগম (৪৮) নামে এক নারীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, নিবন্ধনহীন প্রতিষ্ঠানে চিকিৎসাসেবার অপরাধে লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিতে অনুমতি না পাওয়া পর্যন্ত পরবর্তীতে সকল প্রকার চিকিৎসা প্রদান থেকে বিরত থাকতে আর্দেশ দেওয়া হয়েছে।
বেকারিতে নোংরা পরিবেশ
এদিকে উপজেলার কানুনগোপাড়ায় বিএসটিআই লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য প্রস্তুত করা ও পরিমাপে জ্বালানি তৈল কম দেওয়ার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার কানুনগোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
এসময় বিএসটিআইয়ের মেট্রোলজি পরীক্ষক প্রিময় মজকুরী জয় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, বিএসটিআই আইন ২০১৮ ও ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মিলন সুইটসের মালিক সুমন চৌধুরীকে বাএসটিআই লাইসেন্স না থাকায় ১০ হাজার, নোংরা পরিবেশের কারণে ভাই ভাই বেকারির মালিক মো. আলী আকবরকে ১০ হাজার ও পরিমাণে কম দেওয়ায় শাহ আমানত অয়েল এজেন্সির মালিক আকতারুল আলমকে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিজে