চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের প্রভাবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া এলাকার আলী আহমদ ডিলারের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত শ্রমিকরা হলেন—দক্ষিণ আশিয়া এলাকার আবদুল আলীমের ছেলে মো. তারেক (২২) ও মৃত সোলাইমানের ছেলে মো. নাজিম উদ্দিন (২৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৮টার দিকে নির্মাণাধীন বাড়িটির সেপটিক ট্যাংকে কাজ করতে প্রথমে দুই শ্রমিকের একজন ঢোকেন। ঢোকার পর সেখানে অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য অন্যজন সেখানে ঢুকলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। এসময় খবর পেয়ে আশপাশের স্থানীরা তাদের উদ্ধার করতে না পেরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পটিয়া ফায়ার সার্ভিস একটি টিম। তারা চেষ্টা চালিয়ে সেফটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন।
পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, সকাল ১০টার দিকে ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেফটিক ট্যাংক থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের প্রভাবে তাদের মৃত্যু হয়েছে। লাশ দুটি উদ্ধারের পর পটিয়া থানক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দুটি তাদের পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিজে