আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই, চট্টগ্রামে সিইসি

সরকার ও আদালত নিষিদ্ধ না করলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আসতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাও চট্টগ্রাম অঞ্চলের সকল নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এ সময় কমিশনের ওপর কারো কোনো চাপ নেই উল্লেখ করে, বিবেকের চাপে জনগণের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য কমিশন কাজ শুরু করছে বলেন সিইসি।

সোমবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাও চট্টগ্রাম অঞ্চলের সকল জেলা-উপজেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

সভা শুরু করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। এ সময় সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে-বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। তবে এখন বিবেকের চাপেই এদেশে ভালো নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফেরত দেওয়ার কাজ করছে কমিশন।

বর্তমান ভোটার তালিকায় অনেক ফেইক ভোটার আছে এবং এদের মধ্যে অনেক বিদেশি ভোটারও আছে জানিয়ে সিইসি বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ২০২৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হয়েছে তাদের অন্তর্ভুক্ত করে মার্চের দুই তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে সিইসি বলেন, সরকার বা আদালত কর্তৃক নিষিদ্ধ না করা হলে, নিবন্ধিত কোনো দলেরই নির্বাচনে আসতে বাধা নেই।

আগামী নির্বাচনে ভোটারদের আস্থাহীনতা দূর করতে ভোটরদের বাড়ি বাড়ি যাবে নির্বাচন কমিশন এবং ৬ মাসের মধ্যে একাজ শেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাদ, সুন্দর ও গ্রহণযোগ্য করাই মূল কাজ হিসেবে নিচ্ছেন কমিশন।

এবার আগের মতো ভোট হবে না জানিয়ে তিনি বলেন, আপনাদের বলতে চাই, এবারের নির্বাচন আগের মতো হবে না। এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এজন্য সবার সহযোগিতা লাগবে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ, উপপরিচালক (স্থানীয় সরকার) অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী, রাজু আহমেদসহ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা নির্বাচন কর্মকর্তারা।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm