চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদের তীরে একটি দীঘিতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও কৌতূহল।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা দীঘিতে লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। পরে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি।
স্থানীয়রা জানান, লাশটির হাত-পা রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। মরদেহের কিছু অংশ পানিতে ভাসছিল, আর কিছু অংশ আটকে ছিল দীঘির পাড়ের কাদায়। এমন দৃশ্য এলাকায় আগে কখনও দেখা যায়নি বলে জানান তারা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের আশঙ্কা মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে বলেও জানায় পুলিশ।
এএইচ/ডিজে