পটিয়ায় কুসুমপুরা ইউপি থেকে এবার লুট ল্যাপটপ-নথি, তিন বছরে ৩ বার চুরি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফের চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে তৃতীয়বারের মতো এ পরিষদে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়ে দুটি ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে গেছে।

পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, দুর্বৃত্তরা ডিজিটাল সেন্টারের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা দুটি ল্যাপটপ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি লুট করে নিয়ে যায়। এই ঘটনার ফলে এলাকার ডিজিটাল সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

তিনি আরও বলেন, আমি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পরিষদের সচিব রাজিব মিত্র এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পটিয়া থানার একটি টিম পরিদর্শন করেছে। এসময় তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এটি কুসুমপুরা পরিষদে প্রথম চুরির ঘটনা নয়। ২০২২ সালের ৪ জুন রাতে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ নথি এবং কম্পিউটারের হার্ডডিস্ক লুট করে নেয়। তার আগে সেই বছরের ২৫ এপ্রিল রাতে আরও একটি তাণ্ডব চালানো হয়। যাতে নগদ টাকা, ভোটার তালিকা, সোলার ব্যাটারি, কম্পিউটার মনিটর, হার্ডডিস্ক এবং একটি ল্যাপটপ লুট হয়।

স্থানীয়রা বলছেন, পরিষদে আরও দামি জিনিস থাকলেও কেন বারবার হার্ডডিস্ক এবং নথি চুরি করা হচ্ছে, এটি বড় রহস্য। পুলিশ সেসময় পরিদর্শন করলেও, আজ অবধি কোনো অগ্রগতি নেই।

জরাজীর্ণ ভবনে চলে কার্যক্রম

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভবনটি বহু বছরের পুরনো এবং জরাজীর্ণ। স্থানীয় জানান, ভবনের দরজা-জানালা এতটাই দুর্বল যে, যে কোনো মুহূর্তে ভেঙে প্রবেশ করা সম্ভব। এমনকি যে কোনো সময় ধসে পড়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরকার যায়, সরকার আসে—কিন্তু নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই অবহেলা চুরির মতো ঘটনাকে আরও সহজ করে তুলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা বারবার অভিযোগ করেছি, কিন্তু কোনো সাড়া নেই। এখন ডিজিটাল সেবা বন্ধ হলে সাধারণ মানুষের কী হবে?

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm