চট্টগ্রামের সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকার জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে আট শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী।
চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, আহতদের মধ্যে তিনজনকে সাগরিকা গ্রিন হাসপাতালে এবং পাঁচজনকে নগরের মেহেদিবাগের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দুইজনের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং পাঁচজনের কমবেশি ১০ শতাংশ দগ্ধ হয়েছে। আহতদের অবস্থার সার্বক্ষণিক খোঁজ নেওয়া হচ্ছে।
পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দাহ্য তরল পদার্থ থেকে আগুনের সূত্রপাতে দুর্ঘটনা ঘটেছে।
এএইচ/ডিজে