s alam cement
আক্রান্ত
৪৮৮৮৭
সুস্থ
৩৫৮৯৭
মৃত্যু
৪৯৭

আবারও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন ডা. ঈসমাইল খান

0

আবারও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেন্সর হিসেবে নিয়োগ পেলেন ডা. মো. ঈসমাইল খান। ২৬ এপ্রিল (সোমবার) তাকে শর্তসাপেক্ষে দ্বিতীয় মেয়াদে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেয়া হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয আইন, ২০১৬ এর ধারা ১২ (১) অনুসারে এ নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে।

২৬ এপ্রিল (সোমবার) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে, ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিযুক্তির মেয়াদ ৫ বছর বলে উল্লেখ করা হয়।

ডা. মো. ইসমাঈল খানের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। তিনি ফার্মাকোলজির অধ্যাপক। অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ) থেকে পোস্ট গ্রাজুয়েট অন মেডিকেল এডুকেশন এবং ফার্মাকোলজির ওপর পোস্ট গ্রাজুয়েট করেন।

তিনি তিন বছর ঢামেকের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ভাইস প্রিন্সিপাল হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইএমই/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm