ঈদকে সামনে রেখে আগামী ২৯ এপ্রিল থেকে ট্রেন চলাচলের প্রস্তুতি নিয়ে রেখেছে রেলপথ মন্ত্রণালয়। রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে এ ব্যাপারে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৫ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে একযোগে ট্রেন চলাচলের সিদ্ধান্ত আসতে পারে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। রেলওয়ে মহাব্যবস্থপক (পূর্ব) জাহাঙ্গীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্দেশনা এলেই যাতে ট্রেন চলাচল শুরু করা যায় সে হিসেবে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি।’
জানা যায়, করোনার কারণে সারাদেশে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকর করতে রেল ও সড়কপথে যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে সরকার। তবে নতুন করে লকডাউনের ঘোষণা না এলে ঈদের আগেই যাতে রেল চলাচল শুরু করা যায় সে প্রস্তুতিই এখন চলছে রেলে। দীর্ঘদিন ট্রেন চলাচল না করায় রেল লাইনের ত্রুটি থাকলে তা চিহ্নিত করে দ্রুত মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সর্দার শাহাদাত আলী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘২৯ এপ্রিল থেকে রেল চালানোর সিদ্ধান্ত মোটামুটি নিয়ে নিয়ে রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিকভাবে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত আপাতত নিয়ে রাখা হলেও এখনো চূড়ান্ত কোনো নির্দেশনা দেয়া হয়নি।’
তিনি আরো বলেন, ‘সামনে যেহেতু ঈদ, তাই সীমিত আকারে রেল চলাচল শুরু হলে মানুষের চাপ বাড়তে পারে। সেক্ষেত্রে করোনার সংক্রমণের বিষয়টি মাথায় রেখে পুরোদমে রেল পরিচালনার দিকেই আমারা মতামত প্রকাশ করেছি।’
জেএস/কেএস