উখিয়ার সীমান্ত থেকে অস্ত্রসহ আরাকান আর্মির এক সদস্য আটক

কক্সবাজারে উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অস্ত্রসহ ‘অনুপ্রবেশকারী’ আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বিজিবি।

সোমবার (১১ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে ওই ব্যক্তি অনুপ্রবেশ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন।

আটক ব্যক্তির নাম জীবন তঞ্চঙ্গা (২১)। তার কাছ থেকে একটি বিদেশি ভারী আগ্নেয়াস্ত্র ও কিছু গুলি উদ্ধার করা হয়েছে।

লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, সকালে উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অস্ত্রসহ এক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। পরে তিনি বালুখালী ক্যাম্পের একটি সীমান্ত চৌকিতে বিজিবির সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। এসময় বিজিবির সদস্যরা অস্ত্রটি জব্দ করে আরাকান আর্মির এই সদস্যকে হেফাজতে নেয়।

ঘটনাটি তাৎক্ষণিক বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির আটক সদস্যকে পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

বিজিবির এ কর্মকর্তা বলেন, আরাকান আর্মির আটক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তা হুমকিতে পড়ায় অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm