পটিয়া থেকে ইয়াবা এনে বোয়ালখালীতে বিক্রি, কারবারি আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে এক হাজার পিস ইয়াবসহ এক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। তিনি পটিয়ার থেকে ইয়াবা এনে বোয়ালখালীতে বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তার ইয়াবা ডিলারের নাম সাজ্জাদ হোসেন হিরু (৪৫)। তিনি পটিয়া উপজেলার খলিল রহমানের ছেলে।

রোববার (১০ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, সেনাবাহিনীর দায়িত্বরত ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এক হাজার পিস ইয়াবাসহ সাজ্জাদ নামে কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এই ইয়াবা ডিলার দীর্ঘদিন ধরে বোয়ালখালী ও পটিয়া থানার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের ইয়াবা সরবরাহ করে আসছিল বলে জানায় সেনাবাহিনী।

পরে জব্দ করা মালামালসহ আসামিকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm