বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ আরও এক জেলের লাশ আনোয়ারা থেকে উদ্ধার করা হয়েছে। এনিয়ে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ রয়েছে ৫ জেলে।
রোববার (১০ আগস্ট) সকাল ৮টায় উপজেলার পূর্ব গহিরা সাঙ্গু নদের তীর এলাকা থেকে লাশটি উদ্ধার করে কোস্টগার্ড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া জেলের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। নিখোঁজ অন্য জেলেদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নগরীর ফিশারিঘাট থেকে বঙ্গোপসাগরের বন্দর বহির্নোঙর এলাকায় গিয়ে আরেকটি নৌযানের সঙ্গে ট্রলারটি ধাক্কা খেয়ে ডুবে যায়। ট্রলারটিতে ১৯ জন জেলে ছিলেন। এর মধ্যে ১১ জনকে অদূরে থাকা একটি নৌকা উদ্ধার করে। তবে ওই সময় ৮ জন নিখোঁজ হন। এদের সবাই নোয়াখালী জেলার বাসিন্দা।
ডিজে