মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে অকৃতকার্য কিংবা ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা পুনঃরিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে আগামী ১১ জুলাই থেকে। যা চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে জানা যাবে।
আগামী ১১ জুলাই থেকে ১৭ জুলাই পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ করতে পারবে পরীক্ষার্থীরা।
RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২-তে। একাধিক বিষয় কোড টাইপের ক্ষেত্রে কমা (,) ব্যবহার করতে হবে। প্রতিপত্রের জন্য ১৫০ টাকা কেটে নেওয়া হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৩৯ হাজার ৮৫২ জন।
আরএ/ডিজে