চুয়েটে ছাত্রদলের খসড়া কমিটির ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রদলের খসড়া কমিটিতে পদপ্রাপ্ত ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১১ জুলাই (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তর পরিচালক ড. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ৯টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে স্বাক্ষরিত চুয়েট ছাত্রদলের খসড়া কমিটির একটি তালিকা ছড়িয়ে পড়ে। ছাত্র রাজনীতিমুক্ত চুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এসময় তারা উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশ করেন ও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এরই পরিপ্রেক্ষিতে পদপ্রাপ্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

ছাত্রদলের খসড়া কমিটিতে সভাপতি হিসেবে চুয়েটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ রাশেদ ও সাধারণ সম্পাদক হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ তৌফিক হাসান চৌধুরীর নাম আসে।

এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ মিনহাজ উদ্দিন, সহ সভাপতি হিসেবে চন্দন কুমার দাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ তৌসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আনু সুফিয়ান আল সাবিত, সাখাওয়াত হোসেন সজল, সাংগঠনিক সম্পাদক হিসেবে বিপ্লন হোসাইন তন্ময় ও প্রচার সম্পাদক হিসেবে আহমেদ ইনতিসারের নাম রয়েছে।

অভিযুক্ত ৯ শিক্ষার্থীকে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। তারা চাইলে ২৮ জুলাই শুনানিতে উপস্থিত হয়ে নিজের পক্ষে বক্তব্য দিতে পারবে বলে জানানো হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়।

জেডএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm