এসএসসি/ চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবারের পাসের হার  ৭২ দশমিক ৭ শতাংশ। যা গত বছরের চেয়ে কম। তবে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।

বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, গতবছর পেয়েছিল ১০ হাজার ৮২৩ জন। এছাড়া পাসের হার গতবছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। গড়ে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, ব্যবসায় শিক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৫৫ দশমিক ২ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৮৪৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিকে ১৩৮ জন।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm