কর্ণফুলীতে চাঁদাবাজির অভিযোগে সিএনজি চালক সমিতির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) দুপুরে কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, মো. সেলিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সিএনজি চালকদের হয়রানি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। এছাড়া তিনি আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার মাধ্যমে প্রভাব বিস্তার করতেন।

গ্রেপ্তারকৃত সেলিম কর্ণফুলীর শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার বাসিন্দা জাগির আহম্মদের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সিএনজি চালক সমিতির সম্পাদক হিসেবে কার্যক্রম চালিয়ে আসছিলেন।

পুলিশ জানায়, সেলিমের বিরুদ্ধে করা একাধিক অভিযোগের তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তারের পর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘সেলিমের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm