চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) সাধারণ আসনের ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ৭৯ দশমিক ৭৬ শতাংশ পরীক্ষার্থীই ফেল করেছেন।
রোববার (১৬ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে তাদের বিস্তারিত ফলাফল দেখতে পারবেন।
এছাড়া সব ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে সাবজেক্ট চয়েস শুরু হবে।
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীন এবারের আসন সংখ্যা ছিল ১ হাজার ২২১টি এর বিপরীতে আবেদন করেন ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৬৫৬ জন। অর্থাৎ মোট শিক্ষার্থীর ২০ দশমিক ২৪ শতাংশ। আর ফেল করেছেন ৭৯ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী।
চবি’র বি-ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী তিন বিভাগীয় শহরে গত ৮ মার্চ অনুষ্ঠিত হয়।
আরএ/ডিজে