টেরীবাজারে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম নগরীর বৃহত্তম পাইকারি পোশাকের বাজার টেরীবাজারের একটি কাপড়ের গুদামে আগুন লেগেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় টেরীবাজারের খাজা মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস জানায়, রোববার সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায়। এরপর আগ্রাবাদ, নন্দনকাননসহ তিনটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান জানান, আগুন লেগেছিল কাপড়ের গুদামে। নারীদের থ্রি-পিস, শাড়ি ও বাচ্চাদের কাপড় ছিল ওই গুদামে। ইফতারের পর আগুন লাগার খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সারভিস ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের ঘটনায় প্রায় প্রতিটি মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm