পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক পরিবারকে ইফতারসামগ্রী পৌঁছে দিয়েছে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন।
রোববার (১৬ মার্চ) উপজেলায় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা প্যাকেটে নানা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের ঘরে ঘরে গোপনে পৌঁছে দেয়।
ইফতারসামগ্রীর প্যাকেটে ছিল—খেজুর ১ কেজি, চিড়া ২ কেজি, চিনি ২ কেজি, মুড়ি ২ কেজি, ছোলা ২ কেজি, লবন ২ কেজি, পিয়াজ ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, আলু ৪ কেজি ও চাল ৫ কেজি।
প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী মো. ইমরুল হায়দার সৈকত।
ইমরুল হায়দার সৈকত বলেন, দূর্বার তারুণ্য ফাউন্ডেশন সবসময়ই ইউনিক আইডিয়া নিয়ে কাজ করে। আজ তাদের কাজের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে পরিশ্রম করেছেন। যে পরিবারে অধিক সহযোগিতার প্রয়োজন ,তা বিবেচনা করেই সর্বোমোট ১০৪ পরিবারকে আমরা গোপনে উপহারসমূহ পৌঁছে দিয়েছি।
সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, প্রতিটি রমজানেই আমাদের বেশ কিছু ভিন্নধর্মী প্রজেক্ট থাকে। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। সামনে আমাদের আরও কিছু প্রজেক্ট আছে। আপনারা সকলে দোয়া করবেন, এটার মতো সেগুলোই যেন সফলভাবে আমরা সকলে মিলে সম্পন্ন করতে পারি।