চট্টগ্রামের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (১৬ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ নুরুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বর্তমানে তিনি কারাগারে আছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালানোর পথে ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে গ্রেপ্তার করে।
সাবেক এ সংসদ সদস্য ক্ষমতার অপব্যবহার গুম-খুনের অভিযোগ রয়েছে। এছাড়াও নিজ দলের বিরুদ্ধ মতের নেতাকর্মীদের নির্যাতন করে এলাকা ছাড়তে বাধ্য করে নিজস্ব বাহিনী গড়ে তুলেন। এসব কর্মকাণ্ডে সহযোগী ছিলেন বড় ছেলে ফারাজ করিম চৌধুরী এমন অভিযোগও রয়েছে। তবে ছোট ছেলে ফারহান করিম চৌধুরী ছিলেন লোক-চোখের আড়ালে।
সাবেক এই সংসদ সদস্য নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান আছে। এ অবস্থায় তার দুই সন্তান ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরী বিদেশে পালিয়ে যেতে পারেন তারজন্য দুদক আদালতের দ্বারস্থ হয়েছে।
ছেলেদের বিরুদ্ধে দুদকের আবেদনে বলা হয়েছে, জলবায়ু ও পরিবেশ খাতের অর্থ লুটপাট, টেন্ডার বাণিজ্য, শিপ ব্রেকিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে।
এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আছে ফজলের দুই ছেলের বিরুদ্ধে।
দুদক চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাবলু জানান, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর দুই ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে ১২ মার্চ আদালতে আবেদন করা হয়। রোববার শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।
আরএ/ডিজে