কর্ণফুলীতে স্ত্রী হত্যা, এক মাস পর ঘাতক স্বামী গ্রেপ্তার বান্দরবানে

চট্টগ্রামের কর্ণফুলীতে গার্মেন্টস কর্মী কুলসুমা বেগম হত্যা মামলার পলাতক আসামি ও ঘাতক স্বামী মো. আজিজ মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে বান্দরবানের লামা থানার মাস্টার পাড়া এলাকায় র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাকে ধরা হয়।

গত ৩০ জুলাই রাতে চরপাথরঘাটার ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর কলহের জেরে আজিজ মিয়া শিলপাটা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে কুলসুমাকে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদি হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে প্রধান আসামি আজিজ পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে তার অবস্থান শনাক্ত করে। অবশেষে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আজিজ বান্দরবানের আলীকদম উপজেলার দক্ষিণ পূর্ব পালং পাড়ার নুরুল হকের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে। দম্পতির সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm