চন্দ্রনাথধাম পরিদর্শন করলেন চট্টগ্রামের ডিসি ও এসপি

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথধাম মহাতীর্থ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীদের কলিযুগের মহাতীর্থ খ্যাত মন্দিরটি পরিদর্শন করেন তারা।

আর বিদেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি পক্ষ গুজব ছড়াচ্ছে বলে জানিযেছেন সাইফুল ইসলাম সানতু।

‎জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, চন্দ্রনাথধাম মহাতীর্থ রক্ষায় যা যা কিছুর করার প্রয়োজন সবই করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনী, উপজেলা প্রশাসন ও স্রাইন কমিটিসহ সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমরা প্রশাসন কাজ করব আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, এরকম হলে তো হবে না। বিগত দুর্গা পূজায় জেএম সেন হলে একটি দুর্ঘটনা ঘটেছিল। তখন ঘটনার সাথে সাথে আমি ওখানে ছুটে গিয়েছিলাম। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম। এখানেও তেমন কোনো ঘটনা ঘটলে আপনারা সাথে সাথে আমাদের জানাবেন, ব্যবস্থা নেবেন। সবাই মিলে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো।

চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, আমরা অতীতেও ধামকে নিয়ে আন্তরিকভাবে কাজ করেছি। গত শিব চতুর্দশী মেলা অতীতের সব মেলা থেকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। চন্দ্রনাথ ধামকে নিয়ে সামাজিক মাধ্যমে যে অপপ্রচার ছড়ানো হচ্ছে. একটি মহলের সুনির্দিষ্ট ইন্ধন রয়েছে বলে আমরা মনে করি। বিদেশে বসে তারা উস্কানিমূলক পোস্ট দিয়ে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এসব বিষয়ে আমাদের গোয়েন্দা বিভাগগুলো কাজ করছে। এই ধরনের গুজব কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করার জন্য আহ্বান জানাচ্ছি।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল লাবিব আবদুল্লাহ, স্রাইন কমিটির সহ-সম্পাদক ও সাবেক প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সদস্য অশোক চক্রবর্তী, ভবাণী মন্দিরের পূজারি দীপক চক্রবর্তী ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm