চট্টগ্রামের সমাজসেবক মোশাররফ হোসেন মারা গেছেন

চট্টগ্রাম নগরীর ধনিয়ালাপাড়া (উকিল বাড়ি) এলাকার বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবক মোশাররফ হোসেন শুক্রবার (২৯ আগস্ট) রাতে এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার রাতেই বায়তুশ শরফ মসজিদে জানাজা শেষে মরহুমকে স্টেশন রোডস্থ বাইশ মহল্লা কবরস্থানে দাফন করা হয়।

মোশাররফ হোসেন প্রবাসী সাংবাদিক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এমরান হোসাইনের বড় ভাই।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm