চট্টগ্রামে গানে গানে স্মরণ কবিগুরুকে

চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘সমুখে শান্তি পারাবার’।

শুক্রবার (২৯ আগস্ট) প্রফেসর রীতা দত্ত প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন প্রফেসর রীতা দত্ত এবং সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট শুভাগত চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘সমুখে শান্তি পারাবার’ ও ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে’। একক পরিবেশনায় অংশ নেন শিল্পী জাকিয়া তাসনিম লিপি, দোলনচাঁপা বড়ুয়া, সঞ্জিতা ভট্টাচার্য, সীমা পাল, অর্পিতা দাশ, রুমা মিত্র, মশিউল আনোয়ার খান, অন্তরা দাশ, শেলী মল্লিক, সুমিত্রা বিশ্বাস, বিশাখা নন্দী, বহ্নিশিখা রক্ষিত, পৃথ্বীশ ভট্টাচার্য, মিশকাতুল মুমতাজ মুমু, অনিমেষ বড়ুয়া, বনানী শেখর রুদ্র ও প্রণব সিকদার।

আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এতে গান পরিবেশন করেন শাশ্বতী তালুকদার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার ও রতন বিশ্বাস।

শেষ পর্বে এডভোকেট শুভাগত চৌধুরীর কণ্ঠে ‘চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে’ পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে স্মরণসভার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মিশকাতুল মুমতাজ মুমু ও এডভোকেট অর্পিতা দাশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm