খুলশীতে অপহরণের শিকার নারী খাগড়াছড়ি থেকে উদ্ধার, ২ অপহরণকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে অপহরণের শিকার এক নারীকে উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুই অপহরণকারী হলেন—মো. আবদুল ছাত্তার বাবু (৩১) ও মো. ওমর ফারুক (২৯)।

অপহরণের শিকার ওই নারীর নাম খাতিজা হোসেন সোহানা। তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ জুন) ভোররাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার তবলছড়ি এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, অপহরণের শিকার ওই নারীকে অবস্থায় অবস্থায় উদ্ধার করেছি আমরা। তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm