চট্টগ্রামের পটিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পৌরসদরের একটি কনভেনশন সেন্টারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, প্রাইজবন্ড ও ক্রেস্ট বিতরণ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শেভরন ক্লিনিক্যাল ল্যাবের চেয়ারম্যান ডা. ফরিদুল আলম।
সংবর্ধিত অতিথি ছিলেন পটিয়া সেন্ট্রার হসপিটালের চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর ব্যাংকার্স থানার সহ-সভাপতি আখতার হোসাইন।
বৃত্তি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক প্রধান শিক্ষক সেলিম উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কালুরঘাটা শাখা ব্যবস্থাপক আবুল কালাম, হাইকোর্ট ডিভিশনের আইনজীবী অ্যাডভোকেট হামিদ উল্লাহ, সিনিয়র শিক্ষক এটিএম তোহা, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, শিক্ষক ওমর ফারুক, অভিভাবক রূপণ চক্রবর্তী, প্রণব কান্তি দাশ, আইরিন সুলতানা।
আরও উপস্থিত ছিলেন বৃত্তি বাস্তবায়ন পরিষদের কো-অডিনেটর রাশেদুল ইসলাম, সদস্য লিয়াকত আলী, শাহীন উল্লাহ, আমিনুল ইসলাম রায়হান, শহীদুল ইসলাম সৌরভ, আবদুল হাছনাত মুহাম্মদ জোবাইর, মাহবুব উল্লাহ।
প্রধান অতিথির ডা. ফরিদুল আলম বলেন, আধুনিক শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। অসৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার কারণে সমাজ এবং রাষ্ট্র অনিয়ম দুর্নীতি বেড়ে চলেছে। তাই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীদের এখন থেকে নৈতিক শিক্ষা অর্জনের বিকল্প নেই।
তিনি আরও বলেন, আজকের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবিদের তুলে আনার যে প্রয়াস তা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও প্রাইজ বন্ড প্রদান করা হয়।
ডিজে