চট্টগ্রামে চীনা নাগরিকের ছিনতাই হওয়া মুঠোফোন ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে এক চীনা নাগরিকের ছিনতাই হওয়া মুঠোফোন ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

গ্রেপ্তার তিনজন হলেন—মোহাম্মদ হৃদয় (২৮), মো. ফেরদৌস (২৯) এবং রাজু মজুমদার (৩২)। এদের মধ্যে হৃদয় বরিশালের কোতোয়ালী থানার রূপাতলী এলাকার, ফেরদৌস পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পশ্চিম পাতাকাটার ও রাজু চাঁদপুর জেলার সদর থানার মইশাদী মজুমদারবাড়ির বাসিন্দা। তারা ইপিজেড থানা এলাকায় বসবাস করেন।

বুধবার (১১ জুন) তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী চীনা নাগরিকের নাম ঝেং কিং ঝিন। তিনি নিউ এরা ফ্যাশন বিডি লিমিটেডে নামে এক প্রতিষ্ঠানে টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাজার করতে যান ঝেং কিং। তিনি বেপজা আবাসিক এলাকার প্রধান ফটকের ভেতর পাকা রাস্তার ওপর আসলে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। ওই সময় ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে ঝেং কিংয়ের মুঠোফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় নিউ এরা ফ্যাশন বিডি লিমিটেডের স্টোরকিপার রুবেল দাশ বাদি হয়ে নগরীর ইপিজেড থানায় মামলা করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে এবং মুঠোফোনটি উদ্ধার করেছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm