বিকালে একটি বল নিয়ে বোনের জামাইয়ের দোকানের সামনেই খেলছিল ইসনান। খেলতে খেলতে বলটি সড়কে মাঝখানে চলে যায়। সে বল আনতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে সে বিপরীতে লেনে পড়ে যায়। তখনই চট্টগ্রামমুখি একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট্ট ইসনান।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে উপজেলার কেরানিহাট বান্দরবান সড়কের এলাইট হসপিটালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসনান আলম (১৩) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানী ৭ ওয়ার্ডের বাসিন্দা বাহাদুর আলমের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ইসনান তার বোনের জামাই মো. সাইমুনের দোকানের সামনে একটি বল নিয়ে খেলা করছিল। এসময় বলটি সড়কে চলে গেলে ইসনান বল আনতে সড়কের দিকে গেলে একটি সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা লাগে। তখন অপরপ্রান্তে চট্টগ্রামমুখি পূর্বাণী বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ সময় বাস রেখে চালক পালিয়ে যান।
নিহত ইসনানের বোনের জামাই মো. সাইমুন বলেন, কয়েক সপ্তাহ আগে ইসনান আমার বাসায় তার বোনের কাছে বেড়াতে আসেন। দুপুরে খাবার খেয়ে সে আমার দোকানে আসে। সামনে খালি জায়গায় ক্রিকেট খেলার ফাকে বলটি সড়কের দিকে গেলে সে বল আনতে গিয়ে বাসচাপায় মারা যায়।
সাতকানিয়া থানার উপপরিদর্শক খায়রুল হাসান জানান, বিকেলে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।
ডিজে