চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে মো. শফিউল আলম নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৫টা থেকে রাত পৌনে ৮টার পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
দণ্ডপ্রাপ্ত মো. শফিউল আলম (৩৪) লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান ভেল্লার বড় পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের নেতৃত্বে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়। তিনি সরকারি রেকর্ড অনুযায়ী পাহাড় শ্রেণীর আনুমানিক ৩৫০০ ঘনফুট পাহাড় কাটেন। তাই তাকে তৎক্ষণাৎ ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
ডিজে