নয়-দশ বছর বয়সী দুই বন্ধু খেলার ছলে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী কলাবোঝাই ট্রাকে চড়ে বসে। ভেবেছিল ট্রাক কোথাও থামলে নেমে পড়বে। কিন্তু ট্রাকটি কোথাও থামেনি। কোথাও বিরতি না দিয়ে চলে আসে চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনে। সেখানে দুই বন্ধুকে নামিয়ে দেন চালক। এরপর বাড়ি হারানো দুই শিশুকে রাস্তায় কাঁদতে দেখে তাদের উদ্ধার করে পাচঁলাইশ থানা পুলিশ। পরে তাদের তুলে দেওয়া হয় বাবা-মা’র হাতে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেম ভূইয়া দুই শিশুকে তাদের বাবা মার হাতে তুলে দেন।
উদ্ধার দুই শিশু হলো- খাগড়াছড়ি থানার মেহেদীবাগ ইউনিয়নের মিলনের বাড়ির মো. এরশাদের ছেলে মো. মনির (১০) ও সবুজবাগ ইউনিয়নের নুরুল ইসলামের বাড়ির মো. বশির আহমদের ছেলে মো. পারভেজ (৯)।
এ বিষয়ে পাঁশলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আবুল কাশেম ভূইয়া বলেন, বুধবার দুই শিশুকে ষোলশহর এলাকা থেকে উদ্ধার করে থানায় হেফাজতে রাখা হয়। খাগড়াছড়ি সদর থানায় মাধ্যমে খবর দিয়ে শিশু দুটির বাবা-মা ডেকে এনে শিশু দুটিকে তাদের তুলে দেওয়া হয়েছে। হারানো শিশুদের ফিরে পেয়ে বাবা-মা আনন্দে আপ্লুত হয়ে পড়েন।
সিএম/এসএ