মহামারী করোনায় আক্রান্ত হওয়ার ২৫ দিনের মাথায় করোনামুক্ত হলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিআইটিআইডি ল্যাবে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বীর তৃতীয় দফা নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ ফলাফল আসার কথা চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন ল্যাবটির ইনচার্জ ড. শাকিল আহমেদ।
গত ২৯ মার্চ করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর প্রথম দুদিন নিজ বাসায় আইসোলেশনে থাকলেও ৩১ মার্চ নগরীর বেসরকারি হাসপাতাল পার্কভিউতে ভর্তি হন ডা. ফজলে রাব্বী। তবে পুরোপুরি করোনামুক্ত না হলেও ৮ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি পার্কভিউ থেকে আবার হোম আইসোলেশনে যান।
এখন পুরোপুরি সুস্থ আছেন জানিয়ে ডা. ফজলে রাব্বী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমার ডায়বেটিসের সমস্যা খানিকটা ভুগিয়েছে। হোম আইসোলেশনে সেটিকে বেশি গুরুত্ব দিয়েছি। হাসপাতাল থেকে সুস্থ হয়েই বাসায় ফিরেছি। কিন্তু তখনো করোনা পজিটিভ ছিলাম। আজ করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে। সবার কাছে দোয়া চাই।’
এআরটি/এসএ