দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জ্যেষ্ঠ এক সম্পাদককে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকেও স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছে সংগঠনটি।
শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এই উদ্বেগ ও নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এসব ঘটনা দেশের প্রচলিত আইন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রকাশ্য অবজ্ঞার শামিল।
সিইউজে নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, অবরুদ্ধ করে রাখা, পুড়িয়ে মারার চেষ্টা এবং বিভিন্ন ধরনের হয়রানি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের ঘটনা শুধু গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য নয়, সামগ্রিকভাবে দেশের নিরাপত্তার জন্যও অশনিসংকেত।
বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদকর্মীদের নিরাপদে কাজ করার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ প্রেক্ষাপটে অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
একই সঙ্গে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা ও হয়রানি বন্ধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেয় সিইউজে। বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি, আর গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে।

