গুদামে ভোজ্যতেল মজুদ, পাহাড়তলীর দুই দোকানিকে অর্থদণ্ড দেড় লাখ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ভোজ্যতেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুদ এবং অননুমোদিত কেমিক্যাল ও রং খাবারের উপযোগী হিসেবে বিক্রির অভিযোগে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত নিয়মিত বাজার তদারকির সময় এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার।

জানা গেছে, পাহাড়তলী বাজারে ইকরাই স্টোরকে ভোজ্যতেলের সংকট দেখিয়ে মজুদ ও অননুমোদিত রং খাবার উপযোগী হিসেবে বিক্রির দায়ে ১ লাখ ২০ হাজার টাকা এবং ‘কায়সার অ্যান্ড ব্রাদার্স’ নামে আরেক প্রতিষ্ঠানকে একই অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স জাহাঙ্গীর স্টোরকে ২ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের বেশি দরে সয়াবিন তেল বিক্রির দায়ে মেসার্স ইকরা অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm