s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

গুলিতে হাতি খুনের পর এবার বৈদ্যুতিক শকে হাতির মৃত্যু চকরিয়ায়

0

মঙ্গলবারে মাথায় গুলি করে হাতি হত্যার পর এবার কক্সবাজারের চকরিয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি মৃত হাতি উদ্ধার করেছেন বনবিভাগের কর্মকর্তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হাতিটিকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ নভেম্বর) বিকালের দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ছড়াখোলা এলাকার একটি গর্ত থেকে মৃত হাতিটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ও বনকর্মীরা জানান, গত মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ছড়াখোলা এলাকায় একটি হাতির পাল ধান খেতে আসে। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায় একটি হাতি। পরে ধানখেতের মালিকরা গোপনে হাতিটিকে গর্ত করে মাটিতে পুতে দেয়। শনিবার (১৩ নভেম্বর) ওই হাতিটির শরীরের একটি অংশ ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন হারবাং বনবিভাগরে কর্মকর্তাদের খবর দেন।

কক্সবাজার (উত্তর) বনবভিাগের চুনতি রেঞ্জের কর্মকতা শাহীন বিপ্লব বলেন, শনিবার স্থানীয় লোকজন ও বনকর্মীদের মাধ্যমে জানতে পারি একটি হাতি মারা পড়েছে। এরপরই ঘটনাস্থলে যায়। বনকর্মীদের সহযোগিতায় পুঁতে রাখা হাতিটি উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মর্কতা ও ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী ভেটেরেনারি সার্জন এসে হাতির ময়নাতদন্ত করেন। তদন্ত রিপোর্ট হাতে আসলে বিষয়টি জানা যাবে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, বৈদ্যুতিক শক দিয়ে হাতিটিকে হত্যা করা হতে পারে। কারণ হাতিটির শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি। যার কারণে এই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় চকরিয়া থানায় জিডি করা হয়েছে।

চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মর্কতা ডা.সুপন নন্দী ও ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান বিকালের দিকে ময়নাতদন্ত শেষ করেন।

ডা. সুপন নন্দী বলেন, ‘মৃত হাতিটি পুরুষ। এর বয়স আনুমানিক ১৫-১৮ বছর। ওজন প্রায় ২ টন হবে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে হাতিটি বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

এর আগে গত মঙ্গলবার ভোরে উপজেলা খুটাখালী ইউনয়িনরে পূর্ণগ্রাম বনবটি এলাকার হাইথারাঘোনা গ্রামে একটি হাতিকে মাথায় গুলি করে হত্যা করা হয়। হাতির বয়স আনুমানিক ১২-১৫ বছর। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm