চোলাই মদ তৈরির উপকরণসহ মনোয়ারা ও আঁখি বেগম নামে দুই নারী মদবিক্রেতাকে আটক করেছে চান্দঁগাও থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর চান্দগাঁও এলাকার বাড়ইপাড়ার নূর নবী হাজীর বাড়ি থেকে এই দুই মদ বিক্রেতাকে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুর রহমান বলেন, বারই পাড়ার ৬ তলা ভবনের একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকত এই দুই নারী। তারা ভাড়া বাসা নিয়ে সেখানে মদ তৈরি ও বিক্রি করে আসছিল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে হাতেনাতে দুই মদ বিক্রেতাসহ বিপুল পরিমাণে মদ তৈরির উপকরণও জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং এই চক্রটির সাথে আরও কারা কারা জড়িত তাও তদন্ত করা হবে বলে জানান ওসি মইনুর।
বিএস/সিপি