চট্টগ্রামের চকবাজারে ঘরের ভেতরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন।
তার নাম সেলিম আহমদ (৪০)। তিনি পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ওই এলাকার ঘাসিয়া পাড়ার মৃত কবির আহম্মদের পুত্র।
চট্টগ্রামের চকবাজারের খালপাড় এলাকার বাসায় বিদ্যুৎ মেরামতের কাজ করছিলেন সেলিম আহমদ। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জরুরি বিভাগের ডাক্তারের বরাত দিয়ে বলেন, ‘দুপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চকবাজার থেকে একজন ব্যক্তিকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিষয়টি চকবাজার থানা দেখছে বলে জানান তিনি।
মুআ/সিপি